শেয়ার্ড হোস্টিং এর মেয়াদ শেষ হবার ৭ দিনের মধ্যে রিনিউ না করা হলে সার্ভারের রাখা সকল ডাটা অটো ডিলিট হয়ে যাবে। ডোমেন রিনিউ করার পরে অবশ্যই whois এ গিয়ে দেখুন এক্সপায়ার ডেট বেড়েছে কিনা যদি না বেড়ে থাকে দ্রুত সাপোর্টে কথা বলুন।
বিডিহোস্ট২৪H বাংলাদেশের ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি ❌ যে সকল ওয়েবসাইট আমাদের ওয়েব হোস্টিং ইউজ করে বানাতে পারবেন না।
১. ইসলামে যে সকল ওয়েবসাইটে হারাম ২. কোন প্রতারণা মূলক ওয়েবসাইট
৩. অশ্লীল ওয়েবসাইট
৪. যে কোন জুয়া খেলা ওয়েবসাইট।
এ ধরনের ওয়েবসাইট আমাদের ওয়েব হোস্টিং ব্যবহার করে হোস্ট করতে পারবেন না এবং ডোমেইন ব্যবহার করতে পারবেন না।
এ ধরনের ওয়েবসাইট এর ক্ষেত্রে কর্তৃপক্ষ যেকোনো সময় ডোমেইন এবং হোস্টিং সাসপেন্ড অথবা ডিলিট করে দিতে পারে।(সে ক্ষেত্রে কর্তৃপক্ষ কোন দায়বদ্ধ থাকবে না) অনুগ্রহপূর্বক সকল নিয়ম মেনে চলার অনুরোধ রইল কর্তৃপক্ষ থেকে ।